পটুয়াখালী প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০১৮

তিতলির কারণে পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় তিতলির কারণে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে এখনও বড় ধরনের কোনো ক্ষতির খবর জানা যায়নি। বুধবার থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের সকল নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।

একাধিক সূত্র জানায়, মেঘলা আকাশের পাশাপাশি জেলার সকল উপজেলায় শুধু থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঝড়ের তেমন কোনো প্রভাব নেই। আবহাওয়া বিভাগের তথ্যমতে, পটুয়াখালীতে বৃহস্পতিবার সকাল ৯ টায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৮৭.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হৃদয়েস্বর দত্ত জানান, এখন পর্যন্ত কোনও ক্ষতি হয়নি।

পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, ঘূর্ণিঝড় তিতলি বুধবার দিক পরিবর্তন করে ভারতের উড়িস্যার দিকে চলে গেছে। আমাদের এখানে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তিতলি,পটুয়াখালী,বৃষ্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close