রংপুর ব্যুরো

  ১১ অক্টোবর, ২০১৮

রংপুরে কোটা রক্ষার দাবিতে আদিবাসীদের মানববন্ধন

আাদিবাসীদের ৫ শতাংশ কোটা বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রংপুর ‘আদিবাসী কোটা রক্ষা কমিটি’। বৃহস্পতিবার বেলা ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটার যৌক্তিকতা উপস্থাপন করেন।

তারা জানান, আদিবাসীদের কোটা বাতিল করা মানে তাদের আরো অন্ধকারে ঠেলে দেওয়া। কোটার প্রয়োজনীয়তা এখনো আমাদের শেষ হয়নি।

সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আদিবাসী ছাত্র সুজন মার্ডী বলেন, কোটা সংস্কার হতে পারে, কিন্তু বাতিল নয়। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে আদিবাসীদের জীবনযাত্রার উন্নয়ন বাধাগ্রস্থ হবে।

কারমাইকেল কলেজের আদিবাসী ছাত্র শিবলাল টুডু বলেন, সংবিধানে ২৯ (৩) ধারায় আদিবাসী কোটার কথা বলা হয়েছে। কিন্তু সরকার কোটা বাতিল করার মাধ্যমে সংবিধান পরিপন্থী কাজ করেছেন। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।

রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুমন্ত খালকোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান, ছাত্র ইউনিয়ন সভাপতি প্রদীপ বর্মণ, বেরোবি আদিবাসী ছাত্র মিখায়েল মার্ডী, সুমন হাজদার, রিনা মুর্মু, যুগেশ ত্রিপুরা প্রমুখ।

সমাবেশে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পিডিএসও/এআই/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,আদিবাসী,কোটা,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close