গাজীপুর প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

রায় শেষে কাশিমপুর কারাগারে আসামিরা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর আদালত থেকে ৩১ আসামিকে ফের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

বুধবার বিকেল ৩ টার দিকে আসামিরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে পৌঁছায়। এর আগে সকালে ওই ৩১ আসামিকে ঢাকায় আদালতে পাঠানো হয়েছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও কারাগার-২-এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুব্রত কুমার বালা জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জন আসামিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও কারাগার- ২ থেকে আদালতে পাঠানো হয়। রায় ঘোষণার পর বিকেল ৩ টার দিকে তাদের ফের কারাগারে নিয়ে আসা হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, গ্রেনেড হামলা মামলার ১৭ আসামিকে সকালে এ কারাগার থেকে ঢাকায় আদালতে পাঠানো হয়। রায় ঘোষণা শেষে তাদেরকে বিকাল তিনটার দিকে ফের এ কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রেনেড হামলা,রায়,কাশিমপুর,কারাগার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close