রংপুর ব্যুরো

  ১০ অক্টোবর, ২০১৮

কাস্টমস্ অভিযান

রংপুরে বিপুল পরিমান বিড়ির নকল ব্যান্ডরোল জব্দ

রংপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের বিড়ির নকল ব্যান্ডরোল জব্দ করেছে রংপুর কাস্টমস্।

মঙ্গলবার রাতে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের হাজীপাড়া এলাকার একটি পরিত্যাক্ত বাড়ীতে অভিযান চালিয়ে এসব নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এসময় কাস্টমস্ কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন বিড়ি ব্যবসায়ী পালিয়ে যায়।

বুধবার সকাল সাড়ে ১১ টায় রংপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর কাস্টমস্ কমিশনারের নির্দেশে অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান সরদারের নেতৃত্বে একটি দল হারাগাছ পৌর শহরের হাজীপাড়া এলাকার একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে বিপুল পরিমান বিড়ির নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। উদ্ধারকৃত নকল ব্যান্ডরোলের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার মোহাম্মদ আহসানুল হক জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার বন্ধে রংপুর কাস্টমস্ বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাস্টমস্,অভিযান,রংপুর,নকল,ব্যান্ডরোল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close