গাইবান্ধা প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৮

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মঙ্গলবার জেলা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন পালিত হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে তারা সান্তাহার থেকে বুড়িমারীগামী ৭১৩ করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ১নং রেলগেট এলাকায় প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, ওয়াশিকার ইকবাল মাজু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলী আকবর, খয়বর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি অ্যাড. ইস্তেকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাবু প্রমুখ।

মানববন্ধন শেষে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক সেবাষ্টিন রেমার হাতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাইবান্ধা,মুক্তিযোদ্ধা,কোটা,পুনর্বহাল,মানববন্ধন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close