ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

ছাতকে রেস্টুরেন্ট ও ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজারে বিভিন্ন রেস্টুরেন্ট ও ফার্মেসিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে জাউয়া বাজারে মূল্য তদারকি ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারি পরিচালক নুর হোসেন। অভিযানে সুনামগঞ্জ র‌্যাব-০৯ এর এএসপি আব্দুল খালেক ও ডিএডি নাসিম রেজাসহ সঙ্গীয় ফোর্স সহায়তা করেন।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫ টি প্রতিষ্ঠানকে পচাঁ, বাসি ও নোংরা খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদের মধ্যে জাউয়া বাজারের ইসলাম রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, তিন ভাই রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, মসান্না রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, তাওহিদা রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা ও হাবিব বেকারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজা ফার্মেসি থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি মিষ্টির দোকানী ও ফল ব্যবসায়ীরা জরিমানার ভয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছাতক,ভ্রাম্যমাণ আদালত,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close