মেহেরপুর প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

মেহেরপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, মাদক পাচার ও স্পর্শকাতর এলাকায় টহল বাড়ানোসহ সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানে মেহেরপুরের কাজিপুর সীমান্তে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুরের গাংনীর কাজিপুর বিওপি চৌকিতে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেতৃত্বে ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার রাশিদুল আলম। অপরদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নেতৃত্বে ছিলেন বহরমপুর সেক্টর কমান্ডেন্ট ডিআইজি কুনাল মজুমদার। এসময় বিজিবি ও বিএসএফ’র সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেহেরপুর,বিজিবি-বিএসএফ,পতাকা বৈঠক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close