reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

ইউএস বাংলা বিমানের জরুরি অবতরণ

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। তবে এখন পর্যন্ত কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই জাহান ঘটনাটি নিশ্চিত করে সমকালকে বলেন, ১টা ২০ মিনিটে ইউএস-বাংলার ফ্লাইটটি শাহ আমানতে জরুরি অবতরণ করে। ১৬৪ জন যাত্রী নিয়ে সেটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল।

সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে এয়ারক্রাফটে যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে মনে হওয়ায় পাইলট চট্টগ্রামে জরুরি অবতরণ করেন। তবে পরে এয়ারক্রাফট পরীক্ষা করে তাতে কোনো ত্রুটি পাওয়া যায়নি।তিনি বলেন, ফ্লাইটের যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।

কামরুল ইসলাম জানান, ওই ফ্লাইটে কক্সবাজার থেকে যেসব যাত্রীর ঢাকায় আসার কথা ছিল তাদের আনতে আরেকটি উড়োজাহাজ পাঠানো হয়েছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউএস বাংলা বিমান,জরুরি অবতরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close