বান্দরবান প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

আলীকদমে ফের যৌথ অভিযান

পাথর ভাঙ্গার মেশিনসহ ১৬ শ্রমিক আটক

বান্দরবানের আলীকদমে অবৈধ পাথর উত্তোলনের দায়ে ফের ১৬ শ্রমিককে আটক করা হয়েছে। এসময় একটি পাথর ভাঙ্গার মেশিনও জব্দ করা হয়। মঙ্গলবার আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কলাঝিরি জবিরাম কারবারী পাড়া থেকে সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল সাইফ শামীমের নির্দেশনায় সেনাবাহিনী ও যৌথবাহিনীর একটি দল তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন— আবদুর রশিদ, আবদুল মান্নান, রেজাউল করিম, শফিকুল ইসলাম, মোহাম্মদ আবদুল, মো. জামাল, আবদুর রহমান, মো. ইসহাক, মো. দুলাল, মো. কামাল হোসেন, আবদুল বারেক, রহমআলী, সালাহ উদ্দিন, ওসমান গণি, মো. আজিজ এবং মো. জোবায়ের।

তারা সবাই আলীকদম উপজেলার বাসিন্দা বলে জানা যায়। কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে পাথর উত্তোলনের মূল হোতারা।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার জানান, যৌথবাহিনীর উদ্যোগে এ অভিযানে পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে আটককৃতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদানের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত রোববার একই উপজেলার মাতামুহুরী ফরেষ্ট রিজার্ভ এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় সেনাবাহিনীর সদস্যরা ১১জন পাথর শ্রমিককে আটক করে। এ নিয়ে পৃথক ২টি অভিযানে ২৭জন পাথর শ্রমিককে আটক করা হয়েছে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আলীকদম,যৌথ অভিযান,পাথর ভাঙ্গা,মেশিন,শ্রমিক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close