শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

বগুড়ায় গার্লস গাইড এসোসিয়েশনের কর্মশালা

বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার আয়োজনে চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ে নিরাপদ সড়ক ও ট্রাফিক আইন বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে আয়োজিত এ কর্মশালা শেষে গার্লস গাইডদের ডে-ক্যাম্পিং এবং দীক্ষাদান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফুয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সরকার বাদল। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বগুড়া জেলা শাখার কমিশনার ও বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন।

বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা, উপজেলা স্কাউটস্ সম্পাদক আব্দুল হালিম দুদু প্রমুখ।

অনুষ্ঠানে জেলা গার্লস গাইড কমিশনার রাবেয়া খাতুনের কাছে গার্লস গাইডের দীক্ষা গ্রহণ করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুনসহ উপজেলার বিভিন্ন স্কুলের ১শ’ ৮০ জন ছাত্রী। এছাড়া উপজেলার ১৮টি বিদ্যালয়ের ২৬ জন শিক্ষিকা গার্লস গাইডারের দীক্ষা গ্রহণ করেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাজাহানপুর,গার্লস গাইড,কর্মশালা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close