লালমনিরহাট প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

২৪ ঘন্টা পরে লালমনিরহাট-ঢাকা রুটে রেল যোগাযোগ শুরু

লালমনিরহাট-ঢাকা রেল রুটের বগুড়া সোনাতলা এলাকায় দেবে যাওয়া ব্রিজ মেরামত করে ২৪ ঘন্টা পরে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের অতিরিক্ত পরিবহন কর্মকর্তা সাজ্জাত হোসেন রোববার দুপুর দেড়টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দুপুরে এ রেল রুটের বগুড়া সোনাতলা ২৫/এফ নং ব্রিজের একাংশ দেবে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট-ঢাকা রেল রুটের বগুড়া সোনাতলা এলাকায় শনিবার দুপুরে ২৫/এফ নং ব্রিজ বন্যার পানির কারনে দেবে যায়। ফলে এ রুটে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। রেলওয়ে প্রকৌশল বিভাগ শনিবার বিকেলে ব্রিজ মেরামত শুরু করে। রোববার দুপুর দেড়টায় যোগাযোগ শুরু হয়।

বগুড়া সোনাতলা স্টেশনে অপেক্ষায় থাকা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টায় প্রথম যাত্রা শুরু করে মেরামত করা ব্রিজ অতিক্রম করেছে বলেও জানান তিনি।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালমনিরহাট,রেল যোগাযোগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close