রাজশাহী ব্যুরো

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

৩ চ্যালেঞ্জ নিয়ে নগর পিতার আসনে বসছেন মেয়র লিটন

তিন চ্যালেঞ্জ মাথায় নিয়ে নগর পিতার আসনে আসীন হতে যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। চ্যালেঞ্জগুলো হচ্ছে, মেয়র নির্বাচিত হওয়ার পর ঘোষণা অনুযায়ী ১০০ দিনের মধ্যে নগরীকে ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা, ১০১ কোটি টাকা দেনা পরিশোধ করে সিটি করপোরেশনের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৪ দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন।

নগর ভবন সূত্র জানায়, আগামী ১০ অক্টোবর তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। নতুন মেয়রকে বরণ ও দায়িত্ব বুঝিয়ে দিতে আনুষ্ঠানিকতার আয়োজন করবে রাসিক।

এর আগে গত ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ রাসিক’র সকল কাউন্সিলররা শপথগ্রহন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র লিটনকে শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজশাহী সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মহাজোটের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা) এক লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল (ধানের শীষ) পেয়েছেন ৭৭ হাজার ৭০০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম (হাত পাখা) পেয়েছেন ৩ হাজার ২৩ ভোট। গণমঞ্চ ও গণসংহতি আন্দোলনের অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ (হাতি) পেয়েছেন ১ হাজার ৫১ ভোট। বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান (কাঁঠাল) পেয়েছেন ৩২০ ভোট। পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ২য় বারের মত নির্বাচিত হয়ে নগর পিতার মসনদে ফিরেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে ২০০৮ সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
৩ চ্যালেঞ্জ,নগর পিতা,মেয়র লিটন,রাসিক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close