রংপুর ব্যুরো

  ২০ সেপ্টেম্বর, ২০১৮

রংপুরে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন

কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবা প্রসারে সাংবাদিকদের নিয়ে পাঁচদিনের ওরিয়েন্টেশনের সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার রংপুর মহানগরের দর্শনাস্থ ব্র্যাক লানিং সেন্টারে সমাপনী দিনে ওরিয়েন্টেশনে রংপুর ও পীরগাছা উপজেলার সাংবাদিকরা অংশ নেন।

গত ১৬ সেপ্টেম্বর এই ওরিয়েন্টেশন শুরু হয়। এতে রংপুরের আট উপজেলার ১৮৮ জন সাংবাদিক অংশ নেন। ল্যাম্ব ও ইএসডিও’র সহায়তায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এই ওরিয়েন্টেশনের সমাপনী দিনে কৈশোর স্বাস্থ্য কর্মসূচী, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, শারিরীক-মানসিক পরিবর্তন ও সমস্যা, বাল্যবিবাহ, নিরাপদ মাতৃত্বসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন রিসোর্স পারসন প্লান বাংলাদেশের রংপুর ডিভিশনাল ম্যানেজার ডা. ডরশিকেশ সরকার, প্রজেক্ট কো-অডিনের্টর রেহান উদ্দিন আহমেদ রাজু, সিনিয়র টেকনিক্যাল অফিসার জান্নাতুল ফেরদৌসি, ল্যাম্ব হাসপাতালের ম্যানেজার ডা. মিজানুর রহমান।

ওরিয়েন্টেশনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন— দৈনিক দাবানলের নির্বাহী সম্পাদক মোজাফফর হোসেন, দৈনিক যুগের আলোর সহকারি বার্তা সম্পাদক নজরুল মৃধা, দৈনিক তৃতীয় মাত্রার রংপুর ব্যুরো প্রধান চঞ্চল মাহমুদ, দৈনিক দাবানলের সিনিয়র রিপোর্টার ও বার্তা২৪.কম এর স্টাফ করেসপন্ডেন্ট ফরহাদুজ্জামান ফারুক, দৈনিক পরিবেশের সিনিয়র রিপোর্টার মমিনুল ইসলাম রিপন, দৈনিক প্রতিদিনের সংবাদ রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল, দৈনিক লাখোকণ্ঠের রংপুর ব্যুরো শীতুজ্জামান শীতু, দৈনিক ইত্তেফাকের রংপুর ফটো সাংবাদিক এম মিরু সরকার, দৈনিক যুগের আলোর সিনিয়র ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, জাগোনিউজ২৪ডটকম এর জিতু কবীর, দৈনিক বায়ান্নর আলোর স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ, সাইফুল ইসলাম, রেজাউল করিম জীবন, মেরাজুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরা পারসন মোঃ শরিফ, প্রাইভেট ডিটেক্টিভ এর ব্যবস্থাপনা সম্পাদক এসএম রায়হান বারী, দৈনিক আমার সংবাদের রংপুর প্রতিনিধি নিজানুর রহমান মিজান, উত্তরবাংলা ডটকমের হাসান আল সাকিব প্রমুখ।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,কৈশোরবান্ধব,স্বাস্থ্যসেবা,ওরিয়েন্টেশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close