reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০১৮

গাজীপুরে গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ ৪

গাজীপুর কালিয়াকৈরে একটি কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—রাজমিস্ত্রির সহকারী জহিরুল ইসলাম (২৫), মিস্ত্রি গলজার (৫৫), সাহেব মিয়া (৩৮) ও রিপন মিয়া (৩০)।

জানা গেছে, ওই চারজন কালিয়াকৈর চন্দ্রায় এপেক্স হোল্ডিংস লিমিটেড নামের একটি কারখানায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। এ সময় সেখানেই থাকা পাশের একটি ভবন ভাঙার কাজ করছিলেন আরো কয়েকজন শ্রমিক। সকালে কাজ করার সময় হঠাৎ একটি বিস্ফোরণ হয়। এতে পাশেই থাকা তারা চারজন দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের ধারণা, ভবনের গ্যাস লাইনের পাইপ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, দগ্ধদের মধ্যে তিন জনকে ভর্তি রাখা হয়েছে। তাদের হাত, মুখ ও পাসহ শরীরের বেশকিছু অংশ পুড়ে গেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢামেক হাসপাতাল,গ্যাস লাইন বিস্ফোরণ,দুর্ঘটনা,বার্ন ইউনিট,গাজীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close