পাবনা প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

সাঁথিয়ায় কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

‘পুলিশই জনতা জনতাই পুলিশ’ এই স্লোগানকে ধারণ করে সোমবার বিকেলে পাবনার সাঁথিয়া থানা কমিউনিটি পুলিশিং কর্তৃক আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাঁথিয়া অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সাবেক সাধারণ সম্পাদক মানিক মিয়া রানা।

এ সময় আরও বক্তব্য রাখেন কাশিনাথপুর ইউপি চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহি, নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, কমিউনিটি পুলিশের সিপিও এসআই আয়নাল হক (ডিআইজি অফিস) রাজশাহী, পৌর ছাত্রলীগের সভাপতি রাশেদ খাঁন আকাশ প্রমুখ।

সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, সুধীজন, গ্রামপুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাঁথিয়া,কমিউনিটি পুলিশিং,মতবিনিময়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close