কুষ্টিয়া প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

কুষ্টিয়ায় সেতু রক্ষার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় গড়াই নদীর উপর সদ্য নির্মিত কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতু নদী ভাঙনের কবলে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে সমগ্র জনপদের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, ঘরবাড়ি ও জায়গা-জমি নদীগর্ভে বিলিন হওয়ার হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ ও নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির উদ্যোগে গড়াই নদীর বাম তীরস্থ সেতু সংলগ্ন নদী ভাঙন এলাকার পাড়ে এ মানববন্ধন অুনষ্ঠিত হয়।

কর্মসূচিতে ইউনিয়নের সর্বস্তরের নারী পুরুষ, শিক্ষক/শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। ইউপি চেয়ারম্যান এম সম্পা মাহমুদের সভাপতিত্বে সেখানে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির সদস্য সচিব হাসান আলী।

এছাড়া দাবি আদায়ের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাবুব আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বোধন থিয়েটারের প্রতিষ্ঠাতা লালিম হক, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, হাটশ পরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, স্থানীয় জামে মসজিদের সভাপতি জালাল উদ্দিন সেখ প্রমুখ।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,সেতু রক্ষা,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close