সাতক্ষীরা প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

সাংবাদিক আলাউদ্দীনের হত্যাকারীদের ফাঁসির দাবি

সাতক্ষীরায় দৈনিক পত্রদূত সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের হত্যাকারীদের দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে ‘হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি’ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, আলাউদ্দীন কন্যা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেজুতি, আজাদ হোসেন বেলাল, শেখ আনছার আলী সৈয়দ ইখতেকার আলী প্রমুখ। বক্তারা বলেন, ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকদের গুলিতে নিহত হন দৈনিক পত্রদূত সম্পাদক স ম আলাউদ্দিন। এরপর ২২ বছর অতিবাহিত হলেও আজও এ হত্যাকাণ্ডের বিচার পায়নি সাতক্ষীরাবাসী। হত্যা মামলা হলেও তা স্থগিত করে রাখা হয়েছিল দীর্ঘদিন। এরপর বিচার প্রক্রিয়া শুরু হলেও তা প্রভাবিত করতে হত্যাকারীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ মামলায় ন্যায় বিচার ও খুনিদের ফাঁসির দাবী জানানো হয় মানববন্ধনে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাংবাদিক,আলাউদ্দীন,হত্যা,ফাঁসি,দাবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close