ফরিদপুর প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

ফরিদপুরে নির্বাচনী জনসভায় স্থানীয় সরকার মন্ত্রী

‘নির্বাচনে ভুল করলে দেশ পিছিয়ে যাবে’

ফরিদপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ভুল জায়গায় ভোট দিলে দেশ পিছিয়ে যাবে। দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে দেখতে হলে আবারো বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দিতে হবে। সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।’
শুক্রবার বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে শহর আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী এ কথা বলেন।
শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেনে, জাতির জনক স্বপ্ন দেখতেন ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশকে, তার কন্যা শেখ হাসিনা সেই লক্ষ্যকে সামনে রেখে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী রাজনীতি বিশ্বাস করে বিধায়, ‘ফরিদপুরে তাদের শাসনামলে কেউ রাতে বের হতে পারেনি, অথচ আজ শহরবাসী নির্বিঘ্নে গভীর রাত পর্যন্ত চলা ফেরা করতে পারছে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা যুবলীগের সভাপতি এএইচ এম ফুয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কোতোয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান দোলন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী জীবন দেবনাথ, ফরিদপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান।
পিডিএসও/এআই
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,নির্বাচনী জনসভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close