সাতক্ষীরা প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

বজ্রপাতে নিহত ২, মৃত্যুশয্যায় আরও দুই বান্ধবী

প্রাইভেট পড়তে গিয়ে বাড়ি ফেরা হলনা অষ্টম শ্রেণির ছাত্রী বিলকিস খাতুন (১৪) ও মুসলিমা খাতুন ময়নার (১৪)। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল বাজার এলাকায় বজ্রপাতে ওই দুই সহপাঠি স্কুলছাত্রী নিহত হয়।

বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে তাদের আরও দুই বান্ধবী। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত বিলকিস খাতুন উপজেলার সাইহাটি গ্রামের বিল্লাল খার মেয়ে ও মুসলিমা খাতুন ময়না চম্পাফুল গ্রামের আকবর শেখের মেয়ে।

আহতরা হলেন- বালাপোতা গ্রামের রহিম শেখের মেয়ে রুবিনা (১৩) ও তেঁতুলিয়া গ্রামের হায়দার আলীর মেয়ে সাথী (১৪)।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, চার বান্ধবী একসঙ্গে প্রাইভেট পড়তে যাচ্ছিলো। চম্পাফুল বাজার এলাকায় পৌঁছালে বৃষ্টি শুরু হয়। এ সময় তারা রাস্তার পাশে একটি বাঁশ বাগানে আশ্রয় নেয়। এমন সময়ে তাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় চারজনই আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিলকিসকে মৃত ঘোষণা করে। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা গেছে ময়না। বাকীদের অবস্থাও আশংকাজনক। মেয়েরা চম্পাফুল হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,বজ্রপাতে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close