শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

বনের অজগর লোকারণ্যে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ কেজি ওজনের ছাগল খেতে এসে বিশালাকায় এক অজগর ধরা পড়েছে স্থানীয়দের হাতে। বুধবার বিকেলে শ্রীমঙ্গলের রাধানগর গ্রামের লিচিবাড়ির পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে রাধানগর রাস্তার পাশে জঙ্গলে একটি বিশালাকৃতির অজগর সাপ একটি ছাগল পেঁচিয়ে গিলে খাওয়ার চেষ্টা করে। লোকজন এঘটনা দেখে অজগরটি ধরে ফেলে। এসময় প্রায় ১২ কেজি ওজনের মৃত অবস্থায় একটি সাদা ছাগল উদ্ধার করে তারা। অজগরটি ছাগলটিকে পেঁচিয়ে মেরে ফেলে বলে স্থানীয়রা জানান।

এলাকার লোকজন স্থানীয় বন বিভাগ ও শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ও সহকারী বন সংরক্ষক আনিছ আহমেদ ঘটনাস্থলে এসে অজগরটি পরীক্ষা-নিরিক্ষা করে পরে লাউয়াছড়া বনে অবমুক্ত করেন।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, অজগর সাপটির দৈর্ঘ ১২ ফুট। বনে তীব্র খাবার সংকটের কারণে বন্য প্রাণীরা খাদ্যের অন্বেষনে প্রায় লোকারণ্যে এসে ছাগল, হাঁস- মুরগী ধরে খাচ্ছে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন,অজগর,লোকারণ্যে,শ্রীমঙ্গল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close