বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর, ২০১৮

চা চাষে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান

চা চাষীদের পাশাপাশি জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, পুরোহিতসহ সকল মানুষ একমত হয়ে চা চাষ করলে দেশের অর্থনৈতিক উন্নয়নে উত্তরবঙ্গের বালিয়াডাঙ্গী উপজেলা বৈপ্লবিক ভূমিকা রাখবে। এজন্য সর্বস্তরের মানুষকে চা চাষে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ চা বোর্ডের সদস্য মো. গোলাম মাওলা।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ চা বোর্ডের নর্দান বাংলাদেশ প্রকল্প, বালিয়াডাঙ্গী এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এক সময় চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। চা চাষীদের চা চাষে উদ্বুদ্ধ করতে নানা কার্যক্রম চালানো হচ্ছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বলেন, চা বোর্ডে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কর্মশালার পূর্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের নর্দান বাংলাদেশ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শামীম আল মামুন, উপজেলা কৃষি অফিসার শাফীয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সামশুল হক, মৎস্য অফিসার শাহাদাৎ হোসেন, বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) এটিএম সিফাতুল মাজদার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, বালিয়াডাঙ্গী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি সাংবাদিক আল মামুন জীবনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও চা চাষীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে চা চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বালিয়াডাঙ্গী,চা চাষ,এগিয়ে আসার,আহ্বান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close