reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০১৮

মাগুরায় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।

কৃষকেরা হলেন উপজেলার আলিধানী গ্রামের রহমত হোসেন মোল্লা (৫৫), আকরাম হোসেন মোল্লা (৪০), শামীম হোসেন মোল্লা (৩৫) ও মন্নু মোল্লা (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, খেতে ৪ কৃষক একসঙ্গে পাট কাটছিলেন। আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও মাগুরা ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সুফিয়ান বলেন, জেলা প্রশাসক মুহাম্মদ আতিকুর রহমানসহ তারা হাসপাতালে উপস্থিত হয়ে ৪ কৃষকের পরিবারের খোঁজখবর নেন।

তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ৪ পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বজ্রপাত,কৃষকের মৃত্যু,মাগুরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close