লালমনিরহাট প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

লালমনিরহাটে ইজিবাইক ও অটোরিকশা চালকদের মানববন্ধন

মহাসড়কে ইজিবাইক ও অটোরিকশা চলাচল বন্ধ ঘোষনার প্রতিবাদ ও বাইপাস সড়ক নির্মানের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন করেছে ইজিবাইক ও অটোরিকশা মালিক- চালক সংগ্রাম পরিষদ।

শনিবার দুপুরে শহরের মিশন মোড় গোল চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে কয়েকশত ইজিবাইক ও অটোরিকশা মালিক-চালক অংশ নেন।

লালমনিরহাট জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক শ্রমিক নেতা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অটোরিকশা চালক সোহেল মিয়া, ইজিবাইক মালিক মহসিন আলী প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে তারা রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে সমাবেশ করে। এসময় বক্তারা দ্রুত দাবী মেনে না নিলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন। সমাবেশ থেকে আগামী ৩দিন ইজিবাইক ও অটোরিকশা চলাচল বন্ধ এবং মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালমনিরহাট,ইজিবাইক ও অটোরিকশা,চালকদের,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close