রংপুর ব্যুরো

  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

স্থানীয় সরকার বিভাগের রিজিওনাল ডিসেমিনেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত

রংপুরে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে বৃহস্পতিবার আরডিএস হলরুমে রিজিওনাল ডিসেমিনেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের (নগর উন্নয়ন) অতিরিক্ত সচিব মাহবুব হোসেন।

সকালের উদ্বোধনী পর্বে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রশিদুল মোন্নাফ কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের এবং প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মেজবাহ উদ্দিন, রিজিওনাল ডিসেমিনেশন ওয়ার্কসপের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ও উপ-প্রকল পরিচাক ড. এনামুল হক।

দ্বিতীয় পর্বে ফ্রেম ওয়ার্ক অন প্রোপজড রোলস এন্ড রেসপনসিবিলিপিস অব আরবান হেলথ এক্টরস এর খসড়া উপস্থাপনা করেন ইউরোপিয়ান ইউনিয়ন টেকনিক্যাল এসিসটেন্স ড. এ এম জাকির হোসেন।

বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রবিউল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও ইউউ প্রকল্পের ইমপ্রেক্ট একাউন্টিং অফিসার মাহমুদুল আলম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইউরোপিয়ান ইউনিয়ন সাপোর্ট টু হেলথ ও নিউট্রিশন টু দি পুওর ইন আরবান বাংলাদেশের রিজিওনাল ডিসেমিনেশন ওয়ার্কসপে নগর উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিল তৌহিদুল ইসলাম , রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এতে রংপুর নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, নওগাঁ, রাজশাহী, নাটোরের সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়রসহ অন্যান্য প্রতিনিধি অংশ নেন।

পিডিএসও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্থানীয় সরকার বিভাগ,রিজিওনাল ডিসেমিনেশন,ওয়ার্কসপ,রংপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close