হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

হালুয়াঘাটে পাচিং উৎসব

পরিবেশের ভারসাম্য রক্ষায় ধানের জমিতে জৈবিক পদ্ধতিতে ক্ষতিকর পোকা দমনে কৃষকদের উদ্ধুদ্ধকরণের জন্য ময়মনসিংহের হালুয়াঘাটে পাচিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমতৈল ইউনিয়নের বাহির শিমুল ব্লকে উৎসবটি অনুষ্ঠিত হয়।

আমতৈল ইউনিয়ন পরিষদের সদস্য মো. এমদাদুল হকের সভাপতিত্বে পাচিং উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংক্ষরণ কর্মকর্তা এজিএম গোলাম মোস্তফা।

পিডিএসও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হালুয়াঘাট,পাচিং উৎসব,ময়মনসিংহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close