রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

রায়পুরায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নরসিংদীর রায়পুরায় প্রয়াত সফর আলী নজরুল ইসলাম স্মৃতি ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

বর্নীল সাজে আনন্দঘন পরিবেশে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বুধবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার আর এম উচ্চ বিদ্যালয়ে মাঠে ট্রাস্টের সভাপতি আবু মাসুদ আল মামুন রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাখাওয়াত হোসেন অপুর সঞ্চালনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব ইসতিয়াক আহম্মেদ, রাজস্ব বোর্ড সদস্য কালিপদ হালদার, রাজস্ব বোর্ড অর্থনৈতিক অঞ্চল নির্বাহী সদস্য অতিরিক্ত সচিব ড. এমদাদুল হক, নরসিংদী জেলা প্রসাশক (ভারপ্রাপ্ত) ড. এ টি এম মাহবুব আলম করিম, রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ শফিউল আজম কাঞ্চন, সোনালী ব্যাংক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রোকিয়া বেগম, পলিটিক্যাল এ্যাডভাইজার ইউ আই এম্ব্যাসী নূরে আলম, রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান, রায়পুরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালিম, বিদ্যালয়ের ৩ বারের সাবেক সভাপতি ঈমান উদ্দিন ভূঁইয়া, রায়পুরা প্রেসক্লাব সভাপতি বশির আহম্মেদ মোল্লা ও সেক্রেটারী মোস্তফা খান, রায়পুরা কলেজ প্রভাষক ফৈরদৌস আরেফা চন্দনা প্রমুখ।

পিডিএসও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষার্থীৎ,বৃত্তি প্রদান,রায়পুরা,নরসিংদী,সফর আলী নজরুল ইসলাম স্মৃতি ট্রাস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close