রাজবাড়ী প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

রাজবাড়ীতে বয়স ভিত্তিক সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

‘জীবনের জন্য সাঁতার, সাঁতার শিখুন সুস্থ থাকুন’ এই স্লোগানে রাজবাড়ী জেলা সুইমিংপুলে বয়সভিত্তিক বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি-২০১৮ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদ্রাসা বিভাগ) কাজী কেরামত আলী এমপি।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, অতিরিক্ত জেলা প্রশাসক রেবেকা খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।

পিডিএসও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বয়স ভিত্তিক,সাঁতার প্রশিক্ষণ,উদ্বোধন,রাজবাড়ী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close