হিলি প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৮

হিলি স্থলবন্দরে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মুসলমান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা উৎযাপন উপলক্ষে সোমবার থেকে টানা ৬ দিন হিলি স্থলবন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। আর এর ফলে এ বন্দর দিয়ে ভারতের সাথে সকল প্রকার পন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আব্দুস সবুর মিয়া জানায়, বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে সাধারণ যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জানান, ২০ আগস্ট সোমবার থেকে টানা ৬ দিন আমদানি-রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। তবে আগামী ২৬ আগষ্ট রোববার থেকে যথারিতি আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হবে।

পিডিএসও/রিহাব
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিলি স্থলবন্দর,বন্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close