ঠাকুরগাঁও প্রতিনিধি

  ১৯ আগস্ট, ২০১৮

ঠাকুরগাঁওয়ে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার আক্চা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।

আকচা ইউনিয়নে ১ হাজার ৫৫৮টি পরিবারের মাঝে ৩১ হাজার ১৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলার ২১টি ইউনিয়নে ৩২ হাজার ৪৯৫টি পরিবারের মাঝে ৬ লক্ষ ৪৯ হাজার ৯শ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

এরমধ্যে রুহিয়া ইউনিয়নের ১ হাজার ৪২০টি পরিবারের মাঝে ২৮ হাজার ৪শ মেট্রিক টন, আখানগর ইউনিয়নের ১ হাজার ১৮৯টি পরিবারের মাঝে ২৩ হাজার ৭৮০ মেট্রিক টন, বড়গাঁও ইউনিয়নের ১ হাজার ৩৮৩টি পরিবারের মাঝে ২৭ হাজার ৬৬০ মেট্রিক টন, বালিয়া ইউনিয়নের ১ হাজার ৬৯৩টি পরিবারের মাঝে ৩৩ হাজার ৮৬০ মেট্রিক টন, আউলিয়াপুর ইউনিয়নের ১ হাজার ৬৫৯টি পরিবারের মাঝে ৩৩ হাজার ১৮০ মেট্রিক টন, চিলারং ইউনিয়নের ১ হাজার ৫৮৮টি পরিবারের মাঝে ৩১ হাজার ৭৬০ মেট্রিক টন, রহিমানপুর ইউনিয়নের ১ হাজার ৯৩০টি পরিবারের মাঝে ৩৮ হাজার ৬০০ মেট্রিক টন, রায়পুর ইউনিয়নের ১ হাজার ৬৯২টি পরিবারের মাঝে ৩৩ হাজার ৮৪০ মেট্রিক টন, জামালপুর ইউনিয়নের ১ হাজার ৮৬৬টি পরিবারের মাঝে ৩৭ হাজার ৩২০ মেট্রিক টন, মোহাম্মদপুর ইউনিয়নের ১ হাজার ২১৫টি পরিবারের মাঝে ২৪ হাজার ৩শ মেট্রিক টন, সালন্দর ইউনিয়নের ১ হাজার ৮৯০টি পরিবারের মাঝে ৩৭ হাজার ৮শ মেট্রিক টন, গড়েয়া ইউনিয়নের ১ হাজার ৯৩০টি পরিবারের মাঝে ৩৮ হাজার ৬শ মেট্রিক টন, রাজাগাঁও ইউনিয়নের ১ হাজার ২৩০টি পরিবারের মাঝে ২৪ হাজার ৬শ মেট্রিক টন, দেবীপুর ইউনিয়নের ১ হাজার ৬৭১টি পরিবারের মাঝে ৩৩ হাজার ৪২০ মেট্রিক টন, নারগুন ইউনিয়নের ১ হাজার ২৭০টি পরিবারের মাঝে ২৫ হাজার ৪শ মেট্রিক টন, জগন্নাথপুর ইউনিয়নের ১ হাজার ৯৩০টি পরিবারের মাঝে ৩৮ হাজার ৬শ মেট্রিক টন, শুখানপুকুরী ইউনিয়নের ১ হাজার ৬২৪টি পরিবারের মাঝে ৩২ হাজার ৪৮০ মেট্রিক টন, বেগুনবাড়ি ইউনিয়নের ১ হাজার ৪৫২টি পরিবারের মাঝে ২৯ হাজার ৪০ মেট্রিক টন, রুহিয়া পশ্চিম ইউনিয়নের ১ হাজার ১৭০টি পরিবারের মাঝে ২৩ হাজার ৪শ মেট্রিক টন ও ঢোলারহাট ইউনিয়নের ১ হাজার ১৩৫টি পরিবারের মাঝে ২২ হাজার ৭শ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রত্যেকটি ইউনিয়নের গরীব-হতদরিদ্রদের তালিকা তৈরি করার পর তাদেরকে একটি করে কার্ড প্রদান করা হয়। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেক কার্ডধারী ব্যক্তি ভিজিএফের ২০ কেজি করে চাল সংগ্রহ করেছেন। সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ২১টি ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাল বিতরণ,ভিজিএফ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close