রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর (ময়মনসিংহ)

  ১৮ আগস্ট, ২০১৮

নেউলের আক্রমণে প্রাণ হারালো ৭’শ বাচ্চা

ময়মনসিংহের গৌরীপুরে নেউলের আক্রমণে প্রায় সাতশ মুরগির বাচ্চা প্রাণ হারিয়েছে। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে রাকিব আহমেদ শাওনের খামারে এই ঘটনা ঘটে। পরে মৃত বাচ্চার মরদেহ মাটিতে পুতে রাখা হয়।

জানা গেছে, কোনাপাড়া গ্রামের বাসিন্দা শাওন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে খামার করে মুরগির ব্যবসা করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে শাওন নিজের খামারের জন্য ঢাকা থেকে দুই দিন বয়সী নয়শত ব্রয়লার মুরগির বাচ্চা ২৫ হাজার টাকায় ক্রয় করেন। শনিবার সকালে শাওন খামারে বাচ্চার খাবার দিয়ে বাড়িতে গেলে জঙ্গল থেকে কয়েকটি নেউল খামারে ঢুকে মুরগির বাচ্চার ওপর আক্রমণ চালায়। এসময় নেউলের কামড়ে প্রায় সাত শত বাচ্চা প্রাণ হারায়। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে নেউলগুলো পালিয়ে যায়।

খামারি শাওন জানান, লাভের আশায় অনেক কষ্ট করে টাকা যোগাড় করে মুরগির বাচ্চা গুলো খামারে তুলেছিলাম। কিন্তু নেউলে আমার সব ধ্বংস করে দিলো। খাবার ও মুরগির বাচ্চার দাম সহ আমার প্রায় ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেউল,আক্রমণ,প্রাণ,বাচ্চা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close