reporterঅনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট, ২০১৮

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড

বঙ্গবন্ধু সেতুতে গত বছরের তুলনায় এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে ২৪ ঘণ্টায় টোল আদায় বেশি হয়েছে। শুক্রবার সকাল ৬টা হতে শনিবার সকাল ৬টা পর্যন্ত সেতুর দুপাড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকার উপরে। গত বছর টোল আদায় হয়েছিল ২ কোটি ২৬ লাখ টাকা।

জানা যায়, বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নিজস্ব পরিচালনায় সেতুতে টোল আদায় করছে। এর আগে গত ১৪ জুলাই রাত ১২টার দিকে কমিউটার নেটওয়ার্ক সিস্টেমের (সিএনএস) কাছ থেকে সেতুর টোল আদায় বুঝে নেয় বিবিএ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এ বছর টোল আদায়ে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৮ লাখ টাকার টোল আদায় হয়েছে সেতুর দুপাড়ে স্থাপিত টোলপ্লাজা থেকে। এর মধ্যে ট্রাকের সংখ্যা ছিল বেশি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু সেতু,টোল,বিবিএ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close