লালমনিরহাট প্রতিনিধি

  ১৬ আগস্ট, ২০১৮

‘স্বাধীনতা বিরোধীদের কথায় দেশের মানুষ বিভ্রান্ত হবে না’

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দুই একটি কোকিলের ডাকে যেমন বসন্ত আসে না। তেমনি দুই একজন স্বাধীনতা বিরোধীর কথায় দেশের মানুষ বিভ্রান্ত হবে না। দেশের মানুষ উন্নয়নের পক্ষে আছে আগামী দিনেও থাকবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৬ আগষ্ট) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি জামুরটারী গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নুরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীর মাথায় বিজয় মুকুট পড়িয়ে বিশ্বের দরবারে বীরের জাতি হিসেবে পরিচয় করিয়েছেন। তার উন্নয়ন ও বিজয় মুকুট দেখে বিশ্ববাসী আজ অভিভুত। তিনি আওয়ামী লীগ সরকারের এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।

আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। সাপ্টিবাড়ি ইউপি মাঠে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, লালমনিরহাট কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) স্বদেশ কুমার ঘোষ, ডেপুটি ম্যানেজার জাকির হোসেন, লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সোহরাব হোসেন ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাহির তাহু প্রমুখ।

সাপ্টিবাড়ি ইউনিয়নের জামুরটারী গ্রামে ৪ কিলোমিটার লাইনে ১৬৩ পরিবারকে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হয়। এ ছাড়াও প্রতিমন্ত্রী আসন্ন ঈদ উল আযাহা উপলক্ষ্যে দুস্থদের মাঝে ২০ কেজি হারে ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন করেন।

এর আগে প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ দুর্গাপুর ইউনিয়নের দক্ষিন গোবদা চাত্রাপার/ভিতর কুঠি নতুন বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বাধীনতা বিরোধী,মানুষ,বিভ্রান্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close