লালমনিরহাট প্রতিনিধি

  ১৫ আগস্ট, ২০১৮

লালমনিরহাটে মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

২০১৭ সালের ১৫ আগষ্ট রাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তিস্তা বাজার শাখায় রাত্রিকালীন দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের হাতে নির্মমভাবে নিহত হন ব্যাংকটির কর্মচারী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। এদিকে বুধবার তার হত্যাকাণ্ডের এক বছর হয়ে গেলেও এখনো পর্যন্ত সন্দেহভাজন আসামিরা ধরাছোঁয়ার বাহিরে রয়েছে।

বুধবার দুপুরে লালমনিরহাটের তিস্তা এলাকায় নিহত মুক্তিযোদ্ধার নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এক সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

নিহত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের বড় ছেলে মাসুম মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। নিহত পরিবারের সকলে সংবাদ সম্মেলনে অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলন শেষে নিহত পরিবারের সকলে মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালমনিরহাট,মুক্তিযোদ্ধা,হত্যাকাণ্ড,বিচার দাবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close