রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ১৫ আগস্ট, ২০১৮

বাংলাদেশ যতদিন থাকবে, শোক দিবস পালিত হবেই : আইভী

বঙ্গবন্ধুর বাংলাদেশ যতদিন থাকবে, ১৫ আগস্ট বাঙালি জাতি দিনটিকে শোক দিবস হিসেবে পালন করবেই। যুবলীগের দায়িত্ব বেশি। কে কি বলে তা শোনার সময় নেই। নৌকার বিজয় আনতে সরকারের উন্নয়ন সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এ কথা বলেছেন।

বুধবার বিকালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় বক্তারা বলেন, রূপগঞ্জের বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বিকল্প নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী নেই। তিনি তৃণমূল নেতা-কর্মীর সাথে মিশে গেছেন। সপ্তাহের তিন দিন রূপগঞ্জে সময় দেন, যা অন্যদের দেয়া সম্ভব না।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আ.লীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন শাহ্, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল কাদির, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।

দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা আ.মীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শিলা পাল, আজমত আলী।

আরও উপস্থিত ছিলেন, শেখ সাইফুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, তোফায়েল আহাম্মেদ আলমাছ, অধ্যক্ষ হাজী আব্দুল আউয়াল, শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান মিজান সাউদ, রফিকুল ইসলাম মনির, রাসেল সিকদার, আবুল হাসনাত হীরা, ফেরদৌসী আকতার রিয়া, সেলিনা আকতার রিতা প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রূপগঞ্জ,শোক দিবস পালিত,সেলিনা হায়াৎ আইভী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close