লালমনিরহাট প্রতিনিধি

  ১৫ আগস্ট, ২০১৮

লালমনিরহাটে জাতীয় শোক দিবস পালিত

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আবু সালেহ মো. সাঈদ দুলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মতিয়ার রহমান, পুলিশ সুপার এস. এম রশিদুল হক।

এর আগে সকাল সাড়ে ৮টায় জেলা জজশিপ ও আইনজীবী সমিতির আয়োজনে জেলা ও দায়রা জজ বজলুর রহমানের নেতৃত্বে আদালত প্রাঙ্গন থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও ক্লাব গুলোতেও দিনব্যাপি আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় শোক দিবস,পালিত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close