আকবর হোসেন, মনোহরগঞ্জ(কুমিল্লা)

  ১৫ আগস্ট, ২০১৮

মনোহরগঞ্জে শোক দিবসের অনুষ্ঠানে মোঃ তাজুল ইসলাম এমপি

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ক্ষমতায় এসে দেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য অর্থনৈতিকভাবে দেশকে পিছিয়ে দেয়। সেই অপশক্তি দেশকে ধ্বংস করার জন্য এখনও বিভিন্ন ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারা ১৯ বার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক দূর এগিয়েছে। বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার সময় শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাহিরে ছিলেন বলে বেঁচে গেছেন। নয়তো দেশে নেতৃত্ব দেয়ার মতো কেউ ছিল না।

বুধবার স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে এদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে, দেশে প্রেমে স্বাক্ষর রাখতে হবে। এই দেশ প্রেমের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলেতে হবে। তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল আমিন সরদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এড. তানজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, মনোহরগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল বাশার মজুমদার, নীলকান্ত ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবু জামাল খাঁন, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিন, চেয়ারম্যান আলমগীর হোসেন, আবদুল মন্নান, কামাল হোসেন, ইকবাল হোসেন, জিয়াউর রহমান শাহীন জিয়া, আল আমিন ভূঁইয়া, আবদুল হান্নান হিরণ, রুহুল আমিন, সাইদুর রহমান দুলাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, আবুল বাশার, জানে আলম, কামাল হোসেন, এমএইচ নোমান, আমির হোসেন, মহি উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বেল্লাল হোসেন, রুহুল আমিন, নজরুল ইসলাম সোহেল, জাকির হোসেন, সদস্য সচিব জীবন দেবনাথ টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন বাবলু, সহ সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মোঃ আলী আক্কাছ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, কামরুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকীসহ আরো অনেকে।

এর আগে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোক র‌্যালিতে নেতৃত্ব দেন মোঃ তাজুল ইসলাম এমপি।

এছাড়াও লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মোঃ তাজুল ইসলাম এমপি। লাকসাম উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোঃ তাজুল ইসলাম এমপি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু,জন্ম,এদেশ,স্বাধীন,তাজুল ইসলাম এমপি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close