reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০১৮

শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সাত ঘণ্টা পর বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে নদীর নাব্যতা সংকটের কারণে গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ বলেন, নৌরুটে নাব্যতা সংকটের কারণে গতকাল রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ৯টি ফেরি চলাচল করছে। ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে ফেরিগুলো চলছে।

এদিকে, ঘাট এলাকায় দুই শতাধিক গাড়ি পারের অপেক্ষায় ছিল। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে কমছে অপেক্ষমান যানবাহনের সংখ্যা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট,ফেরি চলাচল,বিআইডাব্লিউটিসি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close