reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০১৮

২ দেশের জাতীয় দিবস

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। আজ বাংলাদেশের জাতীয় শোক দিবস ও ভারতের ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দেশের ব্যবসায়িরা বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী আজ। অপরদিকে আজ ৭২তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। প্রতিবেশি এই দুই দেশের জাতীয় দিবস উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ কারণে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় দিবস,পণ্য আমদানি-রফতানি,হিলি স্থলবন্দর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close