reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০১৮

আরিফুলের বিজয় মিছিলে সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত বিএনপি সমর্থিত মেয়র আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানাতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে আরিফুলের কুমারপাড়া এলাকার বাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রদল নেতার নাম মো. রাজু। তিনি সদ্য বিলুপ্ত জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মেয়র হিসেবে আরিফুল হক পুণরায় নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল নিয়ে আরিফের বাসার সামনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীর ও পদবঞ্চিত ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় এক গ্রুপ অন্য গ্রুপকে লক্ষ্য করে গুলি করেন।

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। এ সময় রাজুকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসময় আরিফুল হক তার বাসায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সোহেল রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা গিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শনিবার স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারিভাবে পাওয়া ফলে সিলেট সিটিতে আরিফুলকে বিজয়ী ঘোষণা করা হয়। সিলেট সিটির ১৩৪ কেন্দ্রের মধ্যে আরিফুল পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট। অপর দিকে তীব্র লড়াই শেষে নৌকা প্রতীক নিয়ে মাঠে নামা নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৬ হাজার ২২১।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরিফুল,বিজয় মিছিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close