তাজুল ইসলাম, মুক্তাগাছা

  ১০ আগস্ট, ২০১৮

আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, থমথমে মুক্তাগাছা

ময়মনসিংহের মুক্তাগাছায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার পর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শহর কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে শহর কমিটির সভাপতি এবিএম জহির এবং আহ্বায়ক আরব আলী আছেন। অন্যরা হলেন, নুরুল ইসলাম(৩৫), ময়নুল ইসলাম সোহেল(৩৮), আরফান আলী(৪০), বিল্লাল হোসেন(৫০) ও শরীফুল ইসলাম(৪০)। আরেকজনের পরিচয় জানা সম্ভব হয়নি।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যান চলাচল বন্ধ রয়েছে প্রায় ২ ঘণ্টা। স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা গেছে।

আরও জানা গেছে, নতুন বাজার মোড় থেকে ভাবকির মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন দুই পক্ষের নেতাকর্মীরা। এছাড়া নাপিত খোলা মোড় এলাকার দুই পাশের প্রচুর দোকান ভাঙচুরেরও খবর পাওয়া গেছে। শহরের নাবিস্ক এলাকায় যানবাহন ও সিএনসি অটোরিক্সা ভাঙচুর হয়েছে বলেও জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শহরে পরিস্থিতি থমথমে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
থমথমে মুক্তাগাছা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close