মৌলভীবাজার প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৮

মৌলভীবাজারে ‘বৃক্ষ মেলা’ উদ্বোধন

মৌলভীবাজারে সপ্তাহব্যাপী ‘বৃক্ষ মেলা ২০১৮’ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ স¤পাদক মিছবাউর রহমান, বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু মুছা সামছুল মুহিত চৌধুরী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন ঘর পরিদর্শন করেন।

মৌলভীবাজারে জেলা প্রশাসন, বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৭ থেকে ১৩ আগষ্ট পর্যন্ত এই মেলা চলবে। দর্শনার্থীরা প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা পরির্দশ করতে পারবেন। মেলায় বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষের মোট ২২ টি স্টল বসেছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার,‘বৃক্ষ মেলা’,উদ্বোধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close