শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

  ২৩ জুলাই, ২০১৮

গাজীপুরে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা

গাজীপুরের রাজেন্দ্রপুরে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতার অন্যতম রূপকার বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার রাজেন্দ্রপুর কচি-কাঁচা স্কুলের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলার পরিচালক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। সভা শেষে তাজউদ্দিন আহমদের জীবন ও কর্ম বিষয়ক একটি সাধারণ জ্ঞান প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। সিরাজুল হকের পরিচালনায় উন্মুক্ত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পর প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী শিশু-কিশোরদের উদ্দেশ্যে বঙ্গতাজের জীবন কর্ম সম্পর্কে কথা বলেন।

পরে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,বঙ্গতাজ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist