reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুলাই, ২০১৮

ফলাফলে উপজেলার শীর্ষে

মনোহরগঞ্জের পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে শতভাগ পাস

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী গ্রামে অবস্থিত পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজ। এইচএসসির ফলাফলে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে। উপজেলার ৫টি প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে পাসের হার শতভাগ। এই কলেজ থেকে মোট ২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২০ জনই পাস করেছে। উপজেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করায় পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে বইছে আনন্দের জোয়ার।

শতভাগ পাস করায় পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহজাহান ভূঁইয়া, অধ্যক্ষ আবদুল কাইয়ুম চৌধুরী, প্রতিষ্ঠাতা আবুল বাশার ভূঁইয়া, বিদ্যোৎসাহী সদস্য আবদুর রশিদ ভূঁইয়াসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দ।

শনিবার কলেজ মিলনায়তনে সকলকে মিষ্টি খাওয়ান কলেজের অধ্যক্ষ আবদুল কাইয়ুম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, গভর্নিং বডির সদস্য ডা. বেলায়েত হোসেন, মোস্তফা কামাল মেম্বার, শাহজাহান ভূঁইয়া, আবদুর রশিদ, হারুনুর রশিদ, কলেজ শাখার উপাধ্যক্ষ আবদুল কুদ্দুস হিলালী, কলেজ শিক্ষক আবু মুসা, সাংবাদিক আকবর হোসেন, মোয়াজ্জেম হোসেন, মোশারফ হোসেন, শরীফ হোসেন, আসমা আক্তার, মঞ্জুরুল ইসলাম, ইকবাল হোসেন, স্কুল শিক্ষক ইব্রাহিম হাওলাদার, মাওলানা রফিক উল্লাহ, অফিস সহকারী মোতালেব হোসেন প্রমুখ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজ,শতভাগ পাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist