reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুলাই, ২০১৮

অবশেষে মামলা নিলো পুলিশ

চট্টগ্রাম মহানগরীর ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলীসহ চার ডাক্তারের বিরুদ্ধে রাইফার বাবা সাংবাদিক রুবেল খানের করা অভিযোগটি দুইদিন পর মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ।

অভিযুক্ত বাকি তিনজন হলেন ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত এবং ডা. শুভ্র দেব।

শুক্রবার বিকেলে চকবাজার থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে। অভিযোগটি দুইদিনের মধ্যে মামলা হিসেবে রেকর্ড করা না হলে আমরণ অনশন করবেন বলে বৃহস্পতিবার জানান রাইফার বাবা রুবেল খান।

চকবাজার থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছে, অভিযোগটি মামলা হিসেবে নেয়া হয়েছে। মামলা নম্বর-৮। দণ্ডবিধির ৩০৪(ক), ২০৪,১০৬ ও ৩৪ ধারায় মামলাটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদী।

এর আগে বুধবার বিকেলে চকবাজার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করেন রুবেল খান।

উল্লেখ্য, গত ২৯ জুন রাতে মহানগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রুবেল খানের কন্যাশিশু রাইফা খান। হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং দায়িত্বরত চিকিৎসকদের ভুল চিকিৎসা ও অবহেলার কারণে রাইফা মারা গেছে বলে অভিযোগ করে আসছে তার পরিবার।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অবশেষে,মামলা,পুলিশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist