reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুলাই, ২০১৮

পাচারের শিকার ৪ কিশোরকে হিলি চেকপোস্ট দিয়ে হস্তান্তর

দীর্ঘ দুই বছর আটক থাকার পর পাচারের শিকার বাংলাদেশি চার কিশোরকে ফেরত দিয়েছে ভারতের হিলি অভিবাসন পুলিশ। বুধবার সকাল ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় সেখানে বিজিবি, বিএসএফ, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ওই চার কিশোরকে তাদের পরিবারের কাছে তুলে দেয়া হয়।

হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ আফতাব হোসেন জানান, বিভিন্ন সময়ে দালালেরা এই কিশোরদের হিলি ও পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে পাচার করে। এ সময় তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। সে সময় বয়স ১৮ বছরের কম হওয়ায় জেল-হাজতের পরিবর্তে তাদের ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে আটক রাখা হয়।

ফেরত আসা কিশোররা হলো—ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নান্নু মিয়ার ছেলে শাহ জামাল, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বেলাল হোসেনের ছেলে সাগর হোসেন ও আনোয়ার হোসেনের ছেলে ইমন ইসলাম এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অহিদুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানব পাচার,বাংলাদেশি চার কিশোর,হিলি চেকপোস্ট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist