আবুজার বাবলা, শ্রীমঙ্গল

  ১৭ জুলাই, ২০১৮

লোকালয়ে অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে উদ্ধার হয়েছে একটি অজগর। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইছবপুর গ্রামে আফতাব মিয়ার বাড়ি থেকে এ অজগর সাপটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। অজগরটিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, অনেকদিন ধরে এই অজগরটি আফতাব মিয়ার বাড়িতে এসে তার বাড়িতে পালিত হাঁস-মুরগীগুলো খেয়ে ফেলতো। মঙ্গলবার সকালে বাড়ির লোকেরা অজগর সাপটিকে দেখে ফেলে। পরে এটিকে মেরে তাড়িয়ে দেওয়ার জন্য লাঠি দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে। অজগরটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে আহত করে। এ খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকেরা অজগরটিকে উদ্ধার করে সেবাশ্রমে নিয়ে আসেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, অজগর সাপটির শরীরে বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ফলে প্রাণীটি বেশ আহত হয়েছে। আমরা এটিকে সুস্থ করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে এটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে। মুলতঃ বনে খাবারের তীব্র সংকট থাকার কারণেই বন্য প্রাণীরা বন ছেড়ে লোকালয়ে আসছে বলে অনেকে ধারণা করছেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লোকালয়,অজগর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist