আব্দুর রহমান রাসেল, রংপুর ব্যুরো

  ১২ জুলাই, ২০১৮

‘বুদ্ধি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়’

রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা নবু হাড়িয়া ঘাট বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সমাজ সেবা অধিদপ্তরের রংপুর বিভগিীয় উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. এনামূল হক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পরিদর্শনকালে উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, বুদ্ধি প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারাও সম্পদে পরিণত হবে। এজন্য নিয়মিত সকল শিক্ষক-শিক্ষিকাকে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। সেই সাথে বুদ্ধি প্রতিবন্ধিদের আদর, স্নেহ,,মায়া মমতা ও আন্তরিকতার পাঠদান করতে হবে। তাহলেই ওইসব শিশু বিদ্যালয়মূখী হবে। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবার রহমান আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।

এ ছাড়াও পরিদর্শনকালে শিক্ষক, কর্মচারী, শুভাকাংখি, সু-শীল সমাজের প্রতিনিধিগণ সহ প্রায় ১৪০ বুদ্ধি প্রতিবন্ধি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১১ খ্রি. থেকে প্রতিষ্ঠানটি সু-নামের সহিত শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় পরিচালিত হয়ে আসছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বুদ্ধি প্রতিবন্ধী,সমাজের বোঝা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist