গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২০
প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ১২:০৩ | আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৩:০০


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে রিপন (৩৩) নামের এক বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ যাত্রী। নিহত রিপন ময়মনসিংহের ভালুকা থানার জামিরাপাড়া এলাকার হোসেন আলীর ছেলে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মেম্বারবাড়ি এলাকায় দাড়িয়েছিল একটি ট্রাক। নেত্রকোনাগামী আশিক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসচালক ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে বাসে থাকা আরও ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিডিএসও/হেলাল