মোঃ রবিউল হাসান মনির, (কাউখালী)পিরোজপুর

  ০৮ জুলাই, ২০১৮

কাউখালীতে অসংখ্য ঝুঁকিপূর্ণ ব্রিজ, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ছোট বড় খালে এখনো অসংখ্য ভাঙ্গা ব্রিজ রয়েছে। এসব ব্রিজ দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ পারাপার হচ্ছে। বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও ব্যবসা বাণিজ্যের অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এ সব ব্রিজ দিয়ে পারাপার হতে গিয়ে প্রায়শই ছোট বড় দূর্ঘটনার কবলে পড়ছে চলাচলকারীরা।

বেশিরভাগ ঝুঁকির মধ্যে রয়েছে শিশু, বৃদ্ধ ও বিদ্যালয়গামী শিক্ষার্থীরা। একবিংশ শতাব্দীর ডিজিটালাইজেশনের যুগে উন্নয়নের রোড ম্যাপেও কাউখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চল উন্নয়নের রোডম্যাপ থেকে বিচ্ছিন্ন রয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নে মোল্লার হাট বাজারে গুরুত্বপূর্ণ ব্রিজ খালের উপর। ব্রিজটি শিয়ালকাঠী-পাঙ্গাসিয়া খালের উপর বয়ে যাওয়া জোলাগাতী সরদারহাট বাজার সংলগ্ন দুটি ব্রিজ। জোলাগাতী সিকদার বাড়ির সামনে জোলাগাতী ব্রিজ। এভাবে অসংখ্য ঝুঁকিপূর্ণ ভাঙ্গা ব্রিজ পাড় হয়ে উপজেলা শহরে এসে প্রশাসনিকসহ সকল কাজ করতে দূর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আসলাম মোল্লা বলেন, আমরা উপজেলা পরিষদকে অবগত করিয়াছি। উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির জানান বর্তমান অর্থ বছরি এই এলাকার যত ভাঙ্গাচুরা ব্রিজ আছে সেগুলো মেরামত করার চেষ্টা করছি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাউখালী,ব্রিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist