reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০১৮

রেললাইনে সেলফি : প্রাণ গেলো বাবাসহ ২ মেয়ের

সেলফি তুলতে গিয়ে নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়পুরা আমিরগঞ্জ রেল ব্রিজে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাবা হাফিজুল ইসলাম (৪৫), তার ৮ শ্রেণি পড়ুয়া মেয়ে তারিন (১৪), শিশু সন্তান তুলি (২)। তারা পৌর শহরের বিলাসদি এলাকার বাসিন্দা।

জানা গেছে, ঈদ উপলক্ষে সোমবার বিকেলে পরিবার পরিজন নিয়ে আমিরগঞ্জ ব্রিজ এলাকায় বেড়াতে যায় হাফিজুল ইসলাম। ছবি তুলতে তারা ট্রেন চলাচলকারী ব্রিজের উপর চলে যায়। এ সময় পেছন থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও দুই মেয়েসহ ৩ জন নিহত হয়।

তবে স্থানীয়রা বলছেন, নিহতরা সেলফি তুলছিল। ট্রেন চলে আসলেও তারা দেখতে পায়নি। এরই মধ্যে ট্রেনের নিচে পড়ে যায়।

রেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শাহ অালম বলেন, আমাদের ধারণা তারা ব্রিজে ঘোরাঘুরি করছিল। ট্রেন চলে আসলে তারা আর ব্রিজ থেকে বের হতে পারেনি। তাই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রেললাইন,সেলফি,প্রাণ গেলো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist